ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নানা আয়োজনে সাকরাইন উৎসব করলো মাঞ্জা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১৪ জানুয়ারি ২০২১

'এসো ওড়াই ঘুড়ি বাংলার ঐতিহ্য লালন করি' এই স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা নানা আয়োজনে এবারের সাকরাইন উৎসব উদযাপন করেছে। 

এই উৎসবকে কেন্দ্র করে মাঞ্জা বিভিন্ন রকম পিঠা, কাচ্চি বিরিয়ানি, ফুচকা, চটপটি ভাজাপোড়াসহ ঐতিহ্যবাহী খাবার ও বিকালে ছাদে ছাদে নতুন আদলে বারবিকিউ এর আয়োজন করে। সন্ধ্যার পর ফানুসসহ হরেক রকমের আতসবাজির মধ্যদিয়ে এই উৎসব আরো বেশি জমকালো করে সংগঠনটি। 

চারশত বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকায় যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তি বা পৌষে শীতের আমেজকে বাড়তি মাত্রা দিতে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে এই উৎসব উদযাপন হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এইবার স্বেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা এই উদ্যোগ নেয়। 

এদিকে গত বছরে করোনায় মানুষের পাশে দাড়ানোসহ নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সংগঠনটি কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট দিয়েছেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি