ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কমলাপুরে গার্মেন্টসের ৬ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ২৪ জানুয়ারি ২০২১

রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপো সংলগ্ন একটি গার্মেন্টস ভবনের ৬ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে বিআরটিসি ডিপোর পাশে অবস্থিত অলি গার্মেন্টস নামের ওই ভবনে আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজে শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন সাংবাদিকদের জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে লেগে যায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে হতাহত এবং ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি