ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ফের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:০৮, ১ ফেব্রুয়ারি ২০২১

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশীদ

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশীদ

Ekushey Television Ltd.

রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। মৃত শিক্ষার্থীর পরিবার অজ্ঞাত একজনসহ ৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করলে পুলিশ এরইমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত শুক্রবার ওই শিক্ষার্থী কয়েকজন সহপাঠী ও বন্ধুসহ রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে যান। সেখানে তারা খাওয়া-দাওয়া শেষে মদ্যপান করেন। এরপর তারা মোহাম্মদপুরে এক বন্ধুর বাসায় রাত যাপন করেন। সেখানে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। 

এরপর শনিবার সকালে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কল্যাণপুরে এবং পরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

এদিকে, শিক্ষার্থীর সঙ্গে থাকা আরেক বন্ধু ও মামলার অন্যতম আসামি মোহাম্মদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশীদ বলেন, আমরা দুই আসামিকে গ্রেফতার করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে দুটি বিষয় মনে হয়েছে- প্রথমত, অতিরিক্ত মদ্যপান, যাতে হয়তো বিষাক্ত কিছু থাকতে পারে। আর দ্বিতীয়ত- ওই মদ্যপানের পর ধর্ষণের ফলে এবং বমিজনিত কারণে তার মৃত্যু হতে পারে। 

বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। 

ভিডিও রিপোর্ট দেখুন-

 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি