ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রাজধানীতে দুই হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের ১৪ জন গ্রেফতার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

রাজধানীতে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাং এর ৭ সদস্যসহ ১৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি জাকির হোসেন (৫২) ও মজিবর রহমান নামের দুইজনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া, মুগদা এলাকায় কিশোর গ্যাং কর্তৃক আরও একটি খুনের ঘটনায় ৭ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে মাহবুব আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনায় চাপাতি দিয়ে কুপিয়ে দুজনকে মারাত্মকভাবে জখম করে। এর প্রেক্ষিতে জাকির হোসেন নামে ৫২ বছর বয়সী এক ব্যক্তি মারা যায়। এ ঘটনায় ৭ জনকে আমরা গ্রেফতার করি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত।

ডিএমপির যুগ্ম কমিশনার আরও বলেন, ছোট ভাই বড় ভাইকে ছালাম দেয় নাই- এমন ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটায় তানভীরের নেতৃত্বে আরও একটি কিশোর গ্রুপ। আমরা এ ঘটনায়ও ৭ জনকে গ্রেফতার করেছি। আরও বেশ কয়েকজনকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান।

ভিডিওতে দেখুন- 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি