ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি ভুবন লাল ভারতী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৪৬তম জাতীয় সভাপতি হিসেবে শপথ নিয়েছেন এপেক্সিয়ান ভুবন লাল ভারতী। গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট অব বাংলাদেশ (আইবি)-তে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

এপেক্সিয়ান ভুবন লাল ভারতীকে শপথ পাঠ করান দেশের কিংবদন্তী ক্রিকেটার এপেক্সিয়ান এএসএম রকিবুল হাসান। নিজের শপথ শেষে জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী ২০২১ বর্ষের ১৭ সদস্যের কমিটি ঘোষণা করেন। পরে তিনি কমিটির অন্য সদস্যদের শপথ পাঠ করান।

এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান আইন উপদেষ্টা এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন- এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর ও অতীত জাতীয় সভাপতি টিকে বাড়ৈ তরুন, মো. মফিজ উদ্দিন কামাল, আবদুর রব দিলীপ, প্রকৌশলী শেখ পারভেজ উদ্দিন আহমেদ, আনিসুজ্জামান শাতিল, রমিজ উদ্দিন, চন্দন দাশ, মো. জসিম উদ্দিন, মো. আসলাম হোসেন প্রমুখ।

এছাড়া এপেক্সিয়ান এম সায়েম টিপুর সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী জাতীয় সভাপতি এম এ কাইয়ুম চৌধুরীসহ সারাদেশের প্রায় শতাধিক এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।

এর আগে এপেক্সিয়ান ভুবন ২০২০ সালের ২৫ জানুয়ারী খুলনার নৌবাহিনীর নেভাল অডিটরিয়ামে ৪৪তম জাতীয় সম্মেলনে সারাদেশের ডেলিগেটদের সরাসরি ভোটে জাতীয় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

প্রসঙ্গত, দীর্ঘ ৫৯ বছর ধরে আন্তজাতিক এই সেবা সংগঠনটি সারাদেশে প্রায় তিন হাজার এপেক্সিয়ান ১৩০টি ক্লাবের মাধ্যমে সমাজের কম ভাগ্যবান মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি