রাজধানীতে দাপট বেড়েছে মশার, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর? (ভিডিও)
প্রকাশিত : ১১:৫২, ৫ মার্চ ২০২১
স্প্রে কিংবা কয়েল জ্বালিয়েও হচ্ছে না কাজ। বেড়েই চলেছে মশার উৎপাত। চিকিৎসকেরা বলছেন, অল্পতে বিস্তার রোধ না হলে ছড়াবে উদ্বেগ-উৎকণ্ঠা।
রাজধানী ঢাকায় মশার যন্ত্রণা নতুন কিছু নয়। তবে মশার এমন আগ্রাসন আগে দেখেননি নগরবাসী। বাসাবাড়ি, অফিস, রেস্টুরেন্ট কিংবা যেকোনো আড্ডাস্থলে দাপট বেড়েছে মশার। নিয়মিত ওষুধ ছিটানোর পরও আশাতীত ফল না পাওয়ায় সিটি করপোরেশনের সেবা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
রাজধানীর অভ্যন্তরে কিংবা পার্শ্ববর্তী নদী-খালের পানিতে ভাসছে মশার লার্ভা। বিশেষজ্ঞ চিকিসকেরা বলছেন, বংশবিস্তার রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। সাধারণের ধারণা, সিটি করপোরেশনের ওষুধেই ভেজাল আছে। নইলে দীর্ঘ সময়েও কেন রোধ করা যায়নি মশার বিস্তার।
এ অবস্থায় করোনার চেয়েও ডেঙ্গু আতঙ্কে রাজধানী ঢাকার মানুষ।
ভিডিও...
একে//
আরও পড়ুন