ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যুতে এমজেএন’র শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১৫:৫৩, ১০ এপ্রিল ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচাল ড. এ কে এম রফিক আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সমুদ্র পরিবেশ ও অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক (এমজেএন)।

শনিবার (১০এপ্রিল) এক বিবৃতিতে মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি মাহমুদ সোহেল ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এই শোক প্রকাশ করেন। একইসঙ্গে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, এ কে এম রফিক আহম্মদ ব্যক্তিগতভাবে একজন সদালাপী ও বন্ধুসুলভ মানুষ ছিলেন। তিনি বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অসামান্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন প্রকৃতিপ্রেমী মানুষ হারালো। অসামান্য ক্ষতি হলো পরিববেশ অঙ্গনের। নেতৃবৃন্দ  মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত ২৩ মার্চ রাজধানীর রাজরবাগের পুলিশ হাসপাতালে ভর্তি হন এ কে এম রফিক আহম্মদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে প্রাণ হারান তিনি।

আরকে//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি