ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজধানী ছাড়ছে মানুষ, ঘাটে উপচেপড়া ভীড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১৩ এপ্রিল ২০২১

কঠোর লকডাউন শুরুর আগে আজও রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকেই শিমুলিয়া-বাংলাবাজার, দৌলতদিয়া ও পাটুরিয়াঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে।

মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়াঘাটে পদ্মা পারাপারের জন্য ১৩টি ফেরি চলাচল করেছে। তবে অধিকাংশ যাত্রীই মানছেন স্বাস্থ্যবিধি।

স্পিডবোট ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে যাত্রীরা একসাথে গাদাগাদি করে নদী পাড়ি দিচ্ছেন। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪শ’ যানবাহন।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের মহাব্যবস্থাপক জানান, যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ফেরিতে গাড়ি পারাপারে বেশি সময় লাগছে। 

এদিকে, রাজবাড়ির দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও ঘরমুখি মানুষের ছিল ভীড়। ঘাট কর্তৃপক্ষ জানায়, আজ এ রুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার চলছে।
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি