ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অনলাইন কমিউনিকেশন সোসাইটির উদ্যোগে ঈদ বস্ত্র ও খাদ্য বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ৬ মে ২০২১ | আপডেট: ২১:৪২, ৬ মে ২০২১

সামাজিক সংগঠন অনলাইন কমিউনিকেশন সোসাইটির উদ্যোগে অসহায় পথশিশু ও গরীবদের মাঝে ঈদের কাপড় ও খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) বেলা ১২টায় লালবাগ সমাজ কল্যাণ অধিদপ্তরে সোনা মনি নিবাসে অসহায় এসব বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটান সংগঠনের সদস্যরা।

খাবার ও ঈদের কাপড় বিতরণে উপস্থিত ছিলেন অনলাইন কমিউনিকেশন সোসাইটির চেয়ারম্যান এবিএম সিরাজুল হক সাজিদ, ভাইস চেয়ারম্যান বাপ্পি সাহরিয়ার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক রুপকথা, অটিজম বিষয়ক সম্পাদক ডঃ নাছিমা চৌধুরী বৃষ্টি, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম এ পারভেজ, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক যুগোল ইসলাম প্রমুখ।

কর্মসুচিকে সফল করার ক্ষেত্রে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি