ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ৫ জুন ২০২১

রাজধানীর মালিবাগ চৌধুরিপাড়ায় একটি টিনসেড বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- সাবিনা আক্তার পাখি (১০), ঝুমা (১৪) ও আবুল হোসেন (৬৫)।

আজ শনিবার বিকেলে মালিবাগ চৌধুরিপাড়া আবুল হোটেলের পেছনে সোনা মিয়ার গলির মাজেদা বেগমের টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সাবিনা আক্তার পাখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে মালিবাগ কমিউনিটি হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। 

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বিকেলে বৃষ্টির সময় বিদ্যুতের পিলারের তারের ওপর বজ্রপাত হয়। এতে তার ছিঁড়ে যায়। পাশে লোহার গেট ছিল। সেখানে একজন বৃদ্ধ ছিলেন এবং দুটি বাচ্চা মেয়ে খেলছিল। এতে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজন অচেতন হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেলে পাখিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে মালিবাগ কমিউনিটি হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি