ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

স্বজনদের হাতেই খুন চিকিৎসক সাবিরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ৬ জুন ২০২১ | আপডেট: ১২:৫১, ৬ জুন ২০২১

স্বজনদের হাতেই রাজধানীর কলাবাগানে খুন হয়েছেন চিকিৎসক সাবিরা। স্বজন, সহকর্মী, বাসার দুই সাবলেট ভাড়াটিয়া ও এলাকাবাসীর সাথে কথা বলে এমন তথ্যই মিলছে- জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ।

৩১ মে রাজধানীর কলাবাগান এলাকার এই ফ্ল্যাট থেকে গ্রীন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা লিপির মরদেহ উদ্ধার করা হয়।

সাদিরাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে দাবি পুলিশের। 

ডিএমপি’র রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর মরদেহের আরও বিকৃত করার এক প্রক্রিয়া সেখানে ছিল। তার ব্যবহৃত বিছানাপত্র এবং অন্যান্য আসবাবপত্রে আগুন ধরে দেওয়া হয়েছে। যাতে করে লাশটি বিকৃত হয়ে যায়।

সাদিরার বাসার দুই সাবলেটসহ বেশ কয়েকজনকে এরইমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

সাজ্জাদুর রহমান বলেন, যখন ঘটনা ঘটে তখন পার্শ্ববর্তী রুমের ছাত্র সে বাইরে ছিল। শুধু ডাক্তার ছিল, এই সুযোগে ক্রিমিনাল ঢুকে। এখানের কোন সিসিটিভির ফুটেজ আমরা পাইনি। এই গলি ও কোন বিল্ডিংয়েই নেই। 

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে পুলিশ প্রায় নিশ্চিত হয়েছে, স্বজনদের হাতেই খুন হন সাদিরা।

সাজ্জাদুর রহমান আরও বলেন, এই প্রক্রিয়াতে একাধিক লোক থাকার সম্ভাবনাই বেশি, তবে এটাও সঠিকভাবে বলা যাবে না। যে মূলগেট সেটি কিন্তু ভাঙ্গা হয়নি। তার মানে হলো গেটটা ভেতর থেকে খুলে দেওয়া হয়েছে, তারপর ঢুকেছে। এ অবস্থায় আমার কাছে মনে হচ্ছে, নিশ্চিতভাবে কোন পরিচিতজন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সাদিরা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে খুব বেশি সময় লাগবে না বলেও আশাবাদ পুলিশের। 

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি