ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২২ জুন ২০২১

Ekushey Television Ltd.

রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল ফুলহাতা শার্ট ও লুঙ্গি।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ জানান, কারওয়ান বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সরকারি ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি