ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মশার বিস্তার রোদে মোবাইল কোর্টে ৯ মামলা ও জরিমানা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১৭ জুলাই ২০২১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ৯টি মামলায় সর্বমোট ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ ১৭ জুলাই, ২০২১ শনিবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলের ২ নং ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৮ হাজার টাকা এবং ৩ নম্বর অঞ্চলের ১০ নং ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ২১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৯টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২৯ হাজার ৩০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
       
আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি