ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

রোববার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১১ সেপ্টেম্বর ২০২১

গ্যাসের পাইপ লাইনের সংস্কারকাজের জন্য রাজধানীর কিছু এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড, তাজমহল রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে, পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি