ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে রোটারী ক্লাব অব গুলশানের মশারি বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২১

সাম্প্রতিক সময়ে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভেতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিস্কার পানিতে ডিম পাড়ে। ডেঙ্গুর মৌসুম মূলত এপ্রিল থেকে অক্টোবর মাস।

ডেঙ্গু প্রতিরোধে রোটারী ক্লাব অব গুলশান দরিদ্র ও অসহায়দের মাঝে ৩শ’ টি মশারি বিতরণ করেন। রোটারি ক্লাব অব গুলশানের সভাপতি নাদিরা মাহমুদ বলেন, এই করোনা মহামারীতে আমাদের নতুন করে আরেক মহামারী ডেঙ্গু। তাই ডেঙ্গু থেকে বাচতে হলে সচেতনতার বিকল্প নেই। আমাদেরকে যত্রতত্র পানি জমা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মশারী ব্যবহার করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

এতে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব গুলশান এর কর্নেল এ এফ এম খালেদ, গোলাম কিবরিয়া, লুবনা আফরোজ ও ইসমাইল মৃধা সহ আরো অনেকে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি