ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি চার হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ১৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

কুমিল্লায় কথিত কোরান অবমাননার জেরে রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে রমনা ও পল্টন থানায়। 

শনিবার গভীর রাতে হওয়া দুই মামলায় খেলাফত আন্দোলনের নেতাসহ অজ্ঞাত চার হাজার মানুষকে আসামি করা হয়েছে।

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা দুই মামলায় নাম উল্লেখ করা হয়েছে মোট ২১ জনের। 

এর মধ্যে পল্টন থানার মামলায় খেলাফত আন্দোলনের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার মানুষকে আসামি করা হয়েছে। আর রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানিয়েছেন, যে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে ছয়জনকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সংঘর্ষের সময় গ্রেপ্তার করা হয়েছিল। আমির জাফরুল্লাহসহ আরও পাঁচজন পলাতক রয়েছেন। 

দুর্গাপূজার মধ্যে কুমিল্লার একটি মন্দিরে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে গত ১৩ অক্টোবর কয়েকটি মন্দির ও মণ্ডপে হামলা-ভাংচুর হয়। এর জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চাঁদপুর ও নোয়াখালীতে প্রাণহানিও ঘটে।

এরপর শুক্রবার জুমার নামাজের পর কয়েকশ মানুষ বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে। মিছিলটি কাকরাইলে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাধে। সে সময় পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি