ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নিখোঁজ ১০ বছর বয়সী শিশুর সন্ধান চেয়েছে পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৪ নভেম্বর ২০২১

নিখোঁজ শিশু মো. আলী

নিখোঁজ শিশু মো. আলী

রাজধানীর মোহাম্মদপুরের চাদ উদ্যান থেকে হারিয়ে গেছে ১০ বছর বয়সী মো. আলী নামের একটি শিশু।

গত ২ নভেম্বর সে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়। এরপর সম্ভাব্য সকল স্থান এবং আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুজি করেও শিশুটিকে পাওয়া যায়নি। 

শিশুটির দৈহিক উচ্চতা ৪ ফুট, গায়ের রং শ্যমলা, পরনে ছিল থ্রী কোয়ার্টার কালো প্যান্ট এবং হাফ হাতা গেঞ্জি।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি জিডি করা হয়েছে, জিডি নং ১৩৯৮।

শিশু আলীর সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে তার পরিবার। শিশুটিকে যদি কেউ খুঁজে পান তাহলে ০১৭১৬-১৬৩৬৭৮ এই নম্বরে জানাতে অনুরোধ জানিয়েছে তার অভিভাবক।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি