ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাড়িচাপায় সাংবাদিক হত্যার ঘটনায় চালক হানিফ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রাজধানীর পান্থপথে উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় সাংবাদিক আহসান কবির খান নিহতের ঘটনায় চালক হানিফকে গ্রেফতার করা হয়েছে। ভারী যান চালানোর লাইসেন্স ছিল না তার। এরপরেও দেড় বছর ধরে সিটি কর্পোরেশনের ময়লাবাহী ভারী ট্রাক চালাতেন হানিফ।

শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, শুক্রবার হানিফকে চাঁদপুরের হাইমচর থেকে গ্রেফতার করা হয়। সিটি কর্পোরেশনের তালিকাভূক্ত চালক না হয়েও সে গাড়িটি চালাচ্ছিল। 

জ্বালানী তেল বিক্রিই হানিফের আয়ের উৎস বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া তার গাড়ি চালানোর পেশাদার লাইসেন্স ছিল না।

র‍্যাব জানায়, ঘটনার দিন হানিফ পান্থপথ থেকে গাবতলীতে দুইবার ময়লা নিয়ে ডাম্পিং করেন। তৃতীয়বার যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী আহসান কবীর নিহত হন। ঘটনার পর ভয় পেয়ে হানিফ ও তার সহকারী কামরুল গাবতলী পালিয়ে যান। এরপর সেখান থেকে কুমিল্লা হয়ে চাঁদপুরে নানার বাড়িতে আত্মগোপনে যান হানিফ।

গত ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়ির চাপায় সংবাদকর্মী আহসান কবীর খান (৪৬) নিহত হন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি