ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

মুগদায় গ্যাসের আগুনে নিহত বেড়ে ৪ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৩০ নভেম্বর ২০২১ | আপডেট: ১২:৪৫, ৩০ নভেম্বর ২০২১

রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শেফালী রানী মারা গেছেন। এর মধ্য দিয়ে এই দূর্ঘটনায় একই পরিবারের চার জনই মারা গেলেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগুনে তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ২৭ নভেম্বর গৃহকর্তা সুধাংশু ও গত ২২ নভেম্বর সুধাংশুর স্ত্রী প্রিয়াঙ্কা, ছেলে অরূপ (৫) মারা যান।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকালে মুগদার মাদবর গলি এলাকায় একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে একই পরিবারের চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি