ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকায় লরিচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ৪ ডিসেম্বর ২০২১

রাজধানীর বিমানবন্দর এলাকায় লরিচাপায় লিমন নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সে গ্রিন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আসাদ শেখ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ৩-৪টার মধ্যে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেল পার হয়ে পদ্মা গেটের সামনে একটি লরি লিমনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

এসআই আসাদ শেখ আরও বলেন, “দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে যায়। তবে লরিটি জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। চালককে আটকের চেষ্টা চলছে।”

নিহত লিমনের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমা গ্রামে। তিনি পরিবারের সঙ্গে কাওলা এলাকায় থাকতেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি