ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশুদের জন্য নিরাপদ ভিডিও শেয়ারিং এর আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইন্টারনেট এ শিশু কিশোরদের নিরাপদ কন্টেন্ট দেখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আপনার শিশু কি দেখছে ইউটিউবে? খারাপ কোনো সাইটে ঢুকে পড়ছে কিনা? অভিভাবক হিসেবে এটার খোঁজ খবর রাখা আমাদের দায়িত্ব। 

গত মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট -এ শিশু কিশোরদের জন্য নিরাপদ ভিডিও শেয়ারিং অ্যাপস ‘বেবিটিউব’ আয়োজিত বিজয়ের ৫০ বছর উপলক্ষে বিজয়ের হাসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হোসেন জিল্লুর আরও বলেন, আমাদের বাচ্চারা বাইরের কন্টেন্ট দেখে বড় হচ্ছে। বাইরের দেশের ভাষার প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। সেক্ষেত্রে বেবিটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিসিমপুর, মিনার মতো কন্টেন্ট শিশু কিশোরদের দিতে হবে। শিশুরা যেন ইন্টারনেট এর মাধ্যমে শিক্ষনীয় বিষয়গুলো নিতে পারে।

বেবিটিউব এর চেয়ারম্যান সাইদুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, ড্যাফোডিল ফ্যামেলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি