ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিএসএমএমইউতে পিঠা উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ২৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪৪, ২৬ ডিসেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজনে বিভিন্ন ধরনের পিঠার সমাহার ছিলো।

রোববার সকালে বিএসএমএমইউ উপাচার্য্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ পিঠা উৎসবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

নগর জীবনের শত ব্যস্ততার ফাকে কোভিড-১৯’র বিরুদ্ধে ফ্রন্টলাইনে নিয়োজিত এদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে বিএসএমএমইউ হেপাটোলজি এ্যালুমনাই এসোসিয়েশন এই উদ্যোগটি গ্রহণ করে। 

হেপটোলজি বিভাগের ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মীরা এই আয়োজনে অংশ নেন। কর্মব্যস্ততার মধ্যে পিঠা উৎসবের আয়োজনে উচ্ছ্বসিত বলেও জানান তারা। 

বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আইয়ূব আল মামুনের সভাপতিত্ব বক্তব্য রাখেন হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল), পেডিয়াট্রিক কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন।

অনুষ্ঠানটিতে সাবেক ইউজিসি অধ্যাপক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ নজরুল ইসলাম খান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ আরাফাত, নিউরোমেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবু নাসের রিজভী, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আফজালুন্নেসা, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ রোকনুজ্জামান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, লাইব্রেরিয়ান অধ্যাপক ডাঃ হারিসুল হক, চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরীসহ বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ এবং রংপুর মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান ডাঃ মাহবুব হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান ডাঃ জাহাঙ্গীর সরকারসহ সারা দেশ থেকে প্রায় পঞ্চাশজন লিভার বিশেষজ্ঞ অংশগ্রহন করেন। অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বাংলাদেশের নিজস্ব কোভিড-১৯ ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের অন্যতম আবিস্কারক ড. নাজনীন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইশেনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার ইউসুফ লিটন ও রিজিওনাল সেল্স ম্যানেজার তানভির রহমান অংশগ্রহন করেন। 

পরে হেপাটোলজি ও পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলোজি বিভাগে ভর্তি রোগী এবং তাদের এটেনডেন্টদের মধ্যে পিঠা বিতরণ ও শীতের আনন্দ ভাগাভাগি করার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি