ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রোড ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৪১, ২৮ ডিসেম্বর ২০২১

রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর ওপর উঠে পড়েছে এনা পরিবহণের যাত্রীবাহী বাস। এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন। 

রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।   

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ। তিনি গণমাধ্যমকে জানান, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, এনা পরিবহণের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে। খিলক্ষেতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে ডিভাইডার ভেঙে উপরে উঠে যায়। এসময় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের চালক আহত হলেও অন্য চারজন যাত্রী সুস্থ আছেন।

বাসের চালক পালিয়ে গেছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি