ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাপ্তান বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে, ১ মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:০২, ৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইয়াসিন নামের ওই ব্যাক্তি একটি দোকানের কর্মচারী ছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে সেখানে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দেওয়ান আজাদ বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়। শোনা গেছে তিনি পাইকারি দোকানে কর্মরত ছিলেন।”

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি