ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:৫৯, ১৯ জানুয়ারি ২০২২

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির  ‘ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান।

মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালে মসজিদের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

পরে সঙ্গে থাকা আইডি কার্ড থেকে নিশ্চিত করা যায় যে নিহত ব্যক্তি দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীবুর রহমান সময়ের আলোতে যোগদানের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান সময়ের আলো পত্রিকায় আওয়ামী লীগ বিটের রিপোর্টার ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি