ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ওয়ারীতে যাত্রীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:১৮, ২০ জানুয়ারি ২০২২

রাজধানীর ওয়ারী থানার জয়কালী মন্দির এলাকায় মো. ইরফান (৪৮)  নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ এসেছে। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে জয়কালী মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন। 

 ইরফান গুলিস্তানের নবাবপুর রোড এলাকার একটি ইলেকট্রিক পণ্যের দোকানের কর্মচারী।

কবির হোসেন হাওলাদার বলেন, “ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের হেলপার জয়কালী মন্দিরের সামনে নামার সময় ইরফানকে ধাক্কা দেন।  এতে রাস্তায় পড়ে গিয়ে ইরফান মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি কবির।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি