রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় গেল কিশোরের প্রাণ
প্রকাশিত : ২০:২৪, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:২২, ২০ জানুয়ারি ২০২২
রাজধানীর মগবাজারে যাত্রীবাহী দুই বাসের চাপায় রাকিবুল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে বাসে বাসে হকারি করতো বলে জানা গেছে।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।
রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী হারুন অর রশিদ জানান, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনের ৩টি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মাঝে চাপা পড়ে ওই কিশোর। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
তার সঙ্গে আসা লোকমান নামের আরেক কিশোর জানায়, আশপাশের লোকজন জানিয়েছে ওই কিশোর বাসে হকারি করে মাস্ক বিক্রি করতো। দুর্ঘটনার পর দুটি বাসই রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য রাকিবের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরকে//
আরও পড়ুন