ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রান্সজেন্ডার নারীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৫০, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর একজন ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগারকে আটকে রেখে নির্যাতন এবং মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠার পর তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বিউটি ব্লগার সাদ বিন রাবী ওরফে সাদ মুআ অভিযোগ করেছেন, ট্রান্সজেন্ডার হওয়ার কারণেই তিনি এইরকম হামলার শিকার হয়েছেন।

র‍্যাব জানিয়েছে, আটককৃতরা একটি চক্র হিসাবে বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে টাকা পয়সা হাতিয়ে নিত।

এই ঘটনায় গত শুক্রবার ঢাকার ভাটারা থানায় যৌন নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাদ মুআকে নির্যাতনের ওই ঘটনাটি ঘটে জানুয়ারি মাসের ১০ তারিখে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায়।

মামলা হওয়ার পরেই এই বিষয়ে র‍্যাব তদন্ত শুরু করে। 

এরপর ঢাকার ফার্মগেট ও মহাখালী এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

এদের মধ্যে একজন পুরুষ সদস্য নিজেকে সেনা অফিসার ও আরেকজন নারী সদস্য নিজেকে আরজে এবং পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দিয়ে প্রতারণা করতো, দাবি র‍্যাবের।

র‍্যাবের কর্মকর্তারা বলছেন, এই চক্রটি এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর নাম-পরিচয় ভাঙ্গিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে বলে তারা জানতে পেরেছেন। তিনজনের মধ্যে দুইজনের নামে আগের মামলা রয়েছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়েছে।

আরএমএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি