ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আবারও সপরিবারে কোভিড আক্রান্ত ডিএনসিসি মেয়র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২২

দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ১ ফেব্রুয়ারি, ২০২২ মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে।

এই মুহূর্তে তিনিসহ পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন।

মেয়র মো. আতিকুল ইসলাম, নিজের ও পরিবারের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মেয়র মো. আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি