ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফেসবুক লাইভে এসে মাথায় গুলি করে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০০:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২২

ফেসবুক লাইভে এসে মাথায় অস্ত্র তাক করে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান ‘আত্মহত্যা’ করেছেন।  বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডি ৭ নম্বর রোডের ওই বাসায় এ ঘটনাটি ঘটে। ওই বাসায় তিনি একাই থাকতেন।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, উনার (মহসিন) যারা ফলোয়ার ছিলেন, তারা ঘটনাটি দেখে ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মহসিনের মৃতদেহ উদ্ধার করে।

ওসি বলেন, চেয়ারের মধ্যে মৃতদেহ আর পাশেই তার বৈধ পিস্তলটি পড়েছিল। নিহত মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর জানিয়ে ওসি বলেন, পঞ্চম তলার ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। তার স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন।

আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, প্রস্তুতি নিয়েই এই আত্মহত্যা করেছেন তিনি। চিরকুটে সবকিছু লিখে গেছেন।

“ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, ব্যবসা করতেন এবং লোকসানের ভারে কীভাবে জর্জরিত হয়েছেন, সব কিছুই লিখেছেন।“

পুলিশ কর্মকর্তা ইকরাম বলেন, সিআইডির ফরেনসিক টিমসহ আমাদের ইউনিট কাজ করছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজের মর্গে নেওয়া হবে।

কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি