ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণ, অভিযুক্ত আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২২

কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে চারদিন ধরে গণধর্ষণের অভিযোগে মনির হোসেন শুভ নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

র‌্যাব কমান্ডার মঈন বলেন, রাজধানীর লালবাগ এলাকা থেকে সম্প্রতি কলেজ ছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনা প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৩ এর একটি দল গতরাতে রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত ধর্ষণের প্রধান অভিযুক্ত মো. মনির হোসেন শুভকে আটক করে।

গেল ১২ ফেব্রুয়ারি ওই তরুণী প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাচ্ছিলেন। এ সময় পথে লালবাগ কেল্লার মোড়ে শুভ ও আলামিন তার মুখে রুমাল চেপে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তারা তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। 

এরপর ১৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অসুস্থ কলেজছাত্রীকে ফেলে যায় চক্রটি। পরে একজন পথচারী তাকে টিএসসি থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

আটককৃত আসামির বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি