ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে

সোমবার (২১ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মো. আলম হোসেন (৪৫) ও মো. জজ মিয়া (৫০)।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত দশজন দগ্ধ হন। পরে তাদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়া এলাকার আব্দুল বাতেনের টিনসেড বাড়ির পেছনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে বাস বা ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজ করতে গিয়ে সিগারেটের আগুন থেকে সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি