ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পথ নাটক ‘রক্তে লেখা বাংলা ভাষা’ মঞ্চস্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২১ ফেব্রুয়ারি ২০২২

পথ নাটক ‘রক্তে লেখা বাংলা ভাষা’র একটি দৃশ্য

পথ নাটক ‘রক্তে লেখা বাংলা ভাষা’র একটি দৃশ্য

Ekushey Television Ltd.

১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ভাষা শহীদদের স্মরণে রাজধানীতে মঞ্চস্থ হল পথ নাটক ‘রক্তে লেখা বাংলা ভাষা’। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওপিডি) এই পথ নাটকের আয়োজন করে।

১৯৪৭ সালে দেশভাগের পর থেকে ‘বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির ওপর পাকিস্তানের ষড়যন্ত্র এবং বাঙালীদের ওপর পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে ‘রক্তে লেখা বাংলা ভাষা’ পথ নাটকে।

সামাদ ভূঞা ও তার দলের পরিবেশনায় মঞ্চস্থ এই পথ নাটকে অভিনয় করেন- উম্মে সালাম শিমু, ভাষ্কর রায়, নাঈমা আক্তার, স্টিভ অ্যারণ বাড়ৈ, স্মৃতি আক্তার, তাহফিমুল ইসলাম অপু, ফাতেমা আক্তার তৃষা, সাজ্জাদ মাসুদ সৌম্য, সাবরিনা ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল রহমান রাকিব ও সামাদ ভূঞা। 

৩০ মিনিট স্থায়ী এই পথ নাটকের আগে জাতীয় ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন শিল্পীরা।

নাটক সম্পর্কে সামাদ ভূঞা বলেন, ৫২-তে উর্দুকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা হয়েছিল এই বলে যে, উর্দু হচ্ছে মুসলমানদের ভাষা, ইসলাম ধর্মের ভাষা। বিষয়টি অসত্য। পাকিস্তানীরা একটি সাম্প্রদিক চেতনা থেকে একটি ভাষার চরিত্র নির্ধারণ করেছিল। তার বিরুদ্ধে ভাষা আন্দোলন হয়েছে এবং সেই পথ ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি। পথ নাটকে এই প্রেক্ষাপটটাই তুলে ধারা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি