‘প্রতিবাদ করলে পড়তে হয় হুমকির মুখে’ (ভিডিও)
প্রকাশিত : ১২:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২২
রাতভর ছাদে চলে ডিজে পার্টি। বাজে উচ্চ শব্দে গান। আরও আছে ট্রাকের যন্ত্রণা। কখনো নির্মাণ কাজের শব্দে ঘুম হারাম মহল্লাবাসীর। অথচ সব দেখেও নিষ্ক্রিয় পুলিশ।
চাইলেই বাড়ির ছাদে বাজানো যায় গান। কানা ফাটানো শব্দে রাতভর চলে নানান উৎসব। আয়োজকদের কেউ জানার চেষ্টাও করে না তাতে মহল্লাবাসীর কোনো অসুবিধে হচ্ছে কি না।
রাজধানীজুড়ে এমন অনাকাংখিত উৎসবে শিক্ষার্থীদের পড়ালেখা যেমন বিঘিœত তেমনি মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে আছেন বৃদ্ধ বৃদ্ধাগণ।
রাতভর ট্রাক আসে-যায় আবাসিক এলাকায়। চলে মাল খালাস কিংবা ট্রাকে ওঠানোর কাজ। তার শব্দে ঘুমোতে পারেন না নগরীর মানুষ।
মহল্লাবাসীর সুযোগ সুবিধা বিবেচনায় না রেখে রাতভর নির্মাণ কাজ চালায় বিভিন্ন প্রতিষ্ঠান। উচ্চ শব্দ বন্ধের প্রতিবাদ করলে উল্টো হুমকি আসে।
নিত্যকার এমন যন্ত্রণা থেকে মুক্তি চান রাজধানী ঢাকার মানুষ।
এসবি/
আরও পড়ুন