ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৩ মার্চ ২০২২

রাজধানীর হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ওমর ফারুক। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আব্দুল খালেকের ছেলে। 

বুধবার রাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে হানিফ ফ্লাইওভারের ঢাল থেকে রক্তাক্ত অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে ওমর ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি