ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রামপুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ৭ মার্চ ২০২২

রাজধানীর রামপুরা মালিবাগ চৌধুরী পাড়া বউ বাজার এলাকায় ভাঙারি দোকান ও গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাঁচ দিন আগের ওই ঘটনায় এ নিয়ে দুই জনের মৃত্যু হল।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে মারা যান ৫০ বছর বয়সী নাদের আলী। তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

চিকিৎসকের বরাতে এ তথ্য দিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এর আগে রোববার দুপুরে মারা যান হেলাল উদ্দিন শেখ (৫০)। আগুনে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ওই ঘটনায় দগ্ধ নুর নবী (৫১), ইউসুফ আলী (৪৯) ও সিদ্দিকুর (৫০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ, নূর নবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাচ্চু মিয়া। 

বুধবার রাতে চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারি দোকানে আগুনে দগ্ধ হন ওই পাঁচজন। 

ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সেখানে আগুন লেগেছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি