ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুলিশকে জনবান্ধব হওয়ার নির্দেশ আইজিপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৫ মার্চ ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশ হওয়ার নির্দেশ দিয়েছেন বাহিনীর প্রধান ড. বেনজির আহমেদ।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে গ্রাফিক নভেল দুর্জয়ের ডায়রির এনিমেশনের উদ্বোধন শেষে এই নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রতিটি ইউনিয়নে পুলিশ বাহিনী থাকবে। সেই প্রেক্ষাপটে পুলিশী সেবা তৃনমূলে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে। 

গ্রাম বা শহর সবখানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। 

এ ধরনের গ্রাফিক প্রজেক্টের কারণে সহজেই পুলিশিং সেবা সবার কাছে পৌঁছানো সম্ভব হবে বলেও মনে করেন আইজিপি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি