ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টিপুর শরীরে ৭টি, প্রীতির শরীরে ১টি গুলির চিহ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২৫ মার্চ ২০২২

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী আফরিন ওরফে প্রীতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত সম্পন্ন করেন।

ময়নাতদন্ত শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঢামেক মর্গ সূত্রে জানা গেছে, নিহত জাহিদুল ইসলাম টিপুর শরীরে সাতটি গুলি পাওয়া গেছে। আর সামিয়া আফরিন প্রীতির শরীরে লাগা একটি গুলি এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে।

ময়নাতদন্তের পর লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মর্গ কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিহত প্রীতির পরিবার জানিয়েছে তারা কোনও মামলা করবেন না।

শুক্রবার দুপুরে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘‘আমরা সাধারণ পরিবারের নিরীহ মানুষ।আমার মেয়ের হত্যার ঘটনায় আমরা কোনো মামলা করব না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সাধারণ জীবনযাপন করি। কার বিরুদ্ধে মামলা করব? হয়তো এক্সিডেন্টলি ঘটনাটি ঘটে গেছে।আল্লাহ একজন আছেন, তিনিই দেখবেন।’’

তবে শুক্রবার সকালে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি। এ মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি