ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভবনের পাশে আগুন, ছাদ থেকে দেখতে গিয়ে পড়ে মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২৭ মার্চ ২০২২

ভবনের পাশে ফার্নিচারের গোডাউনে আগুন জ্বলছে। সেটা দেখতে আট তলা ভবনের ছাদে যান গৃহিণী মোসাম্মৎ রুমানা (৪০)। এরপর ছাদের কিনারে চলে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রোববার (২৭ মার্চ) ভোরে রাজধানীর সবুজবাগের দক্ষিণ বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। গৃহিণী রুমানা দুই সন্তানের মা।

নিহতের বাবা বলেন, "আমার মেয়ে সবুজবাগ শাহিবাগ এলাকায় একটি আট তলা ভবনে সপরিবারে থাকে। ওই ভবনের কাছে শাহিবাজার রাতে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। সে দৃশ্য দেখতে আট তলার ছাদে উঠে, তখন সে অসাবধানতা নিচে পড়ে যায়।"

পুলিশ জানায় মরদেহ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি