ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিপু হত্যায় অস্ত্রসহ আরও একজন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৪৭, ১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল)  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার রিফাত রহমান শামীম এ তথ্য জানান।

তিনি বলেন, আরফান উল্লাহ দামাল নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর থেকে গ্রেপ্তার করা হয়।

দামালের কাছে একটি রিভলবার পাওয়া গেছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, “টিপু হত্যার পরিকল্পনার সময় সে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা এখন অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখাচ্ছি, রিমান্ডে নেওয়ার পর টিপু হত্যার সাথে তার সংশ্লিষ্টতা জানার চেষ্টা করা হবে।”

ঢাকার শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় ২৪ মার্চ রাতে অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। তার মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে গুলি ছোড়ে হেলমেটধারী আততায়ী।

ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়ি চালক মুন্না।

এ ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে ২৭ মার্চ এ খুনের ঘটনায়  শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি