ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িলে দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:২৩, ১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্কুটি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রাক কিংবা বাসের চাপায় তার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম।

খিলক্ষেত থানার ওসি জানান, সকাল ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায় তার নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি তার ব্যক্তিগত স্কুটিতে ছিলেন, ফ্লাইওভারে তার স্কুটিটিকে চাপা দেওয়া হয়।

পুলিশ জানায়, একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি