ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বেসরকারি শিক্ষক সমিতির স্কুল সরকারিকরণের দাবি যৌক্তিক: পরিকল্পনামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ৭ এপ্রিল ২০২২

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সারাদেশে প্রায় সাড়ে ৪ হাজার স্কুল সরকারিকরণের যে দাবি দীর্ঘদিন যাবত করে আসছেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও যৌক্তিক দাবি। এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে কথা বলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আশা করি অতি অল্প সময়ের মধ্যে বিষয়টা নিয়ে একটা সমাধানে আসবে সরকার।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষকদের মাঝে কোরআন বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরে তিনি শিক্ষকদের মাঝে কোরআন বিতরণ করেন। 

বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি হাসিব কবির পাপ্পুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মহাসচিব আশরাফুল ইসলাম, যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম সুইটসহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদ্বয়।

কর্মসূচীতে সারাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক উপস্থিত ছিলেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি