ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অজ্ঞান পার্টির সর্দার শশা মনির গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অজ্ঞান পার্টির সর্দার মো. মনির ওরফে শশা মনির (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার নোমান আহমদ।

তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শশা মনির গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাখাল বুরুজ (পচারিয়া) দাড়িদহ ছয় ঘড়িয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১’র উত্তরার সদস্যরা জানতে পারে গাইবান্ধার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তুরাগের দিয়াবাড়ী এলাকায় অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শশা মনিরকে গ্রেফতার করে।
 
এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন যাবৎ শশা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সাথে চেতনাশক ওষুধ প্রয়োগ করে বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের খাইয়ে সর্বস্ব লুট করতো। 

সে অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শশা মনির নামে পরিচিত। 

তার বিরুদ্ধে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান ও ছিনতাই মামলা রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি