ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ নারী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৯ এপ্রিল ২০২২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮শ’ গ্রাম ওজনের ৫৯ পিস সোনার বারসহ এক মার্কিন পাসপোর্টধারী এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

মঙ্গলবার সকালে ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টিমের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত শাহানাজ চৌধুরী (৫৫)র পাসপোর্ট নং-৬৪৬৪২৭৯২৭।
 
সানোয়ারুল কবীর জানান, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) উড়োজাহাজটি  শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে শাহানাজ চৌধুরীকে আটক করা হয়।  

তাকে তল্লাশি করে কালো রঙয়ের দুটি বেল্ডের ভেতরে রক্ষিত অবস্থায় ৫৯ পিস সোনারবার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম বলে জানান ডেপুটি কমিশনার।

শাহনাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে ঢাকায় আসেন। 

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় দুটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি