ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

সংঘর্ষে বন্ধ সড়ক, যানজটে নাভিশ্বাস নগরবাসীর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ১৯ এপ্রিল ২০২২

নিত্য যানজটে নাভিশ্বাস রাজধানীবাসীর। তার সঙ্গে সংঘর্ষে বন্ধ সড়ক। গন্তব্যে পৌঁছতে এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে তিন থেকে চার ঘণ্টা। বাধ্য হয়ে হেঁটেই যেতে দেখা গেছে অনেককে।

রাজধানী ঢাকার প্রতিদিনের চিত্র যানজট। রোজার শুরু থেকেই এ ভোগান্তি যেন আরও বেড়েছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে বন্ধ মিরপুর সড়ক। এতে চাপ বাড়ে কাজী নজরুল ইসলাম এভিনিউ ও তেজগাঁও সড়কে। অনেকটাই স্থবির রাজধানী।

ঘণ্টার পর ঘন্টা অপেক্ষার পরও সব গাড়ি ঠাঁই দাঁড়িয়ে থাকায় গন্তব্যে যেতে দু'পায়েই ভরসা কর্মজীবীদের।

রাজধানীকে সচল রাখতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে।

যানজটের এমন ভোগান্তি থেকে নিস্কৃতি চায় নগরবাসী। তাই দ্রুত চলমান উন্নয়ন প্রকল্প শেষ করার দাবি তাদের। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি