ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

২০০ কোটি টাকা লোকসানের দাবি ব্যবসায়ী সমিতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২০ এপ্রিল ২০২২ | আপডেট: ১৬:৩৩, ২০ এপ্রিল ২০২২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন দিনে নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আমিনুল ইসলাম বলেন আজও যদি দোকান না খোলা হয় তাহলে ফুটপাতসহ অন্যান্য ব্যবসায়ীর এ ক্ষতি আরও বাড়বে।

তিনি বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা কলেজের কোনো প্রতিনিধি তাদের কাছে যায়নি। যারা গিয়েছিলো তারা ঢাকা কলেজের কি না তাও তিনি জানেন না। 

তিনি বলেন, "আমাদের প্রতিনিধিও ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারেননি। তবে আমরা দোকান খুলতে চাই। আমরা আলোচনা করতে চাই, উভয়পক্ষের সঙ্গে আলোচনায় পুরোপুরি প্রস্তুত। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে দায়িত্ব আমাদের, ব্যবসায়ীদের।"

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি