ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভিড়-গরমে টিকিট না পেয়ে ট্রেনযাত্রীদের ক্ষোভ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ২৪ এপ্রিল ২০২২ | আপডেট: ২১:৫৯, ২৪ এপ্রিল ২০২২

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও উপচেপড়া ভিড়। সকালে কমলাপুরে টিকিট নিতে গিয়ে দীর্ঘ অপেক্ষা, ভিড় আর অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে। এরপরও যারা টিকিট পেয়েছেন তাদের মুখে হাসি, আর যারা পাননি তীব্র ক্ষোভ ঝেড়েছেন তারা।

রোববার সকাল ৮টায় কমলাপুর রেল স্টেশনে দেখা যায় এমনই চিত্র।

এদিন দেয়া হয়েছে ২৮ এপ্রিলের টিকিট। ঈদের অগ্রিম টিকিট পেতে দীর্ঘ লাইনে কারও অপেক্ষা পাঁচ-ছয় ঘণ্টা, আবার কারও ১০ থেকে ১২ ঘণ্টা।

মোট ২৩টি কাউন্টারের মধ্যে ১৬টিতে দেয়া হয় টিকিট। এরমধ্যে নারী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে দুটি কাউন্টার। অতিরিক্ত ভিড় আর গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। 

টিকিটের অর্ধেকটা অনলাইনে থাকলেও কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না সাইটে- এমনই অভিযোগ যাত্রীদের।

কমলাপুর স্টেশন মাষ্টার জানান, আসন সংখ্যার চেয়ে যাত্রীর চাপ অনেক বেশি। তারপরও সকলের টিকিট নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা চলছে।

ঈদযাত্রায় প্রতিদিন কমপক্ষে ৫২ হাজার যাত্রীকে গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত ট্রেন ও বগি সংযুক্ত করা হচ্ছে বলেও জানান স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি