ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যরাতের সেহেরি পার্টি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৮ এপ্রিল ২০২২

রমজানের নতুন অনুসঙ্গ সেহেরি পার্টি। গেল ক’বছর ধরেই রাজধানীর হোটেলগুলো বেশ সরগরম সেহেরির আয়োজনে। 

সেহেরির সময় প্রায় শেষ। কিছুক্ষণ বাদেই মাইকে আসবে ঘোষণা। তার আগে জমজমাট রাজধানীর হোটেলগুলো। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলে বসেছেন টেবিলে।

গেল ক’বছর ধরেই ঢাকায় জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যরাতের সেহেরি পার্টি। এ যেন প্রিয়জনদের সঙ্গে নিয়ে খাওয়া আর আড্ডায় মেতে ওঠার আরেক উপলক্ষ্য।

তারা জানান, “রোজা রাখব, সেহেরি খেতে এসেছি। ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি।”

আরেকজন বলেন, “ অনেক দিন পর ফ্যামিলির সাথে এসেছি, খুব ভাল লাগছে। সত্যি কথা।”

পুরান ঢাকার নাজিরাবাজার চৌরাস্তা, গোটা এলাকায় সেহেরি পার্টির কোলাহল।

সেহেরি পার্টিতে আসা এক যুবক জানান, “সাভার থেকে এসেছি। মূলত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে এখানে আসা। বন্ধুদের সাথে আসাটা অন্য রকম আমেজের।”

করোনার কারণে গেল দু’বছর সেভাবে হয়নি সেহেরি পার্টি। অনেকে এবার দল বেঁধে বেড়িয়ে পড়ছেন পুরান ঢাকায়।

হোটেল মালিকরা জানান, “বিগত দু’বছর পেনডেমিকের কারণে বন্ধ ছিল। এবছর পুনরায় চালু হয়েছে। আশানুরূপ কাস্টমার পাওয়া যাচ্ছে।”

ফালুদা, কশ্মিরী ফালুদা, বিভিন্ন রকমের মিল্ক শেকে গলা ভেজান অনেকেই। নতুনভাবে যোগ হয়েছে মোহাব্বতকা শরবত।

সেহেরি পার্টি রমজানের নতুন অনুসঙ্গ হলেও অল্পদিনেই বেশজন প্রিয় হয়েছে। পারিবারিক আড্ডার ক্ষেত্র হিসেবেও পরিচিতি পেয়েছে সেহেরি পার্টি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি