ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রেনে চাপ থাকলেও স্বস্তিতে ফিরছেন বাস যাত্রীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ৩০ এপ্রিল ২০২২

ঈদের ছুটিতে স্বস্তিতেই বাড়ি যাচ্ছে ঢাকাবাসী। ট্রেন যাত্রায় কিছুটা চাপ থাকলেও যাত্রীর অভাব দেখা গেছে গাবতলী, মহাখালী, সায়েদাবাদের বাস কাউন্টারগুলো। অনেকটা স্বস্তিতেই নীড়ে ফিরছে বাস যাত্রীরা।

স্বজনদের সাথে ঈদ আনন্দে শামিল হতে এই ছুটে চলা। কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন ট্রেনে বাড়ি ফিরছেন মানুষ। 

নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। বগিগুলোতে নেই অতিরিক্ত যাত্রী। তবে কয়েকটি ট্রেনে নম্বর প্লেট না থাকায় বগি খুঁজে পেতে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে।

রেল কর্তৃপক্ষ বলছেন, নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। 

এদিকে, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীর দেখা না পাওয়ায় অনেকটা হাকডাক দিয়ে যাত্রী খুঁজতে দেখা যায় পরিবহন কর্মীদের।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, অন্যান্য বারের চেয়ে এবার অনেকটা স্বস্তিতেই বাড়ি যাচ্ছে মানুষ।

এসময়, টিকিটের অতিরিক্ত মূল্য নিলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেন মন্ত্রী।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি