ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান ২০ লাখ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ৩ মে ২০২২

শাহজানপুরে গুলিতে নিহত কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া অনুদানের এই চেক তুলে দেন প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে। 

পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়। 

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০১৯ থেকে ২২ পর্যন্ত ১১ শ’ ২১ লাখ টাকা ৩৫ হাজার ব্যক্তি প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন।

এর মধ্যে ২০১৯ সালে দেওয়া হয়েছে ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি, এবং ২০২২ সালের এ পর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা করা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি